O Nadire Ekti Katha

Hemant Kumar

Composição de: Hemant Kumar
ও নদী রে
একটি কথা শুধাই শুধু তোমারে
ও নদী রে
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো, কোথায় তোমার দেশ?
তোমার নেই কি চলার শেষ?
ও নদী রে

তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই?
তোমার কোনো বাঁধন নাই
তুমি ঘর ছাড়া কি তাই?
এই আছো ভাটায়
আবার এই তো দেখি জোয়ারে
বলো, কোথায় তোমার দেশ?
তোমার নেই কি চলার শেষ?
ও নদী রে

একূল ভেঙে ওকূল তুমি গড়ো
যার একূল-ওকূল দু'কূল গেল
তার লাগি কি করো?
একূল ভেঙে ওকূল তুমি গড়ো
যার একূল-ওকূল দু'কূল গেল
তার লাগি কি করো?

আমায় ভাবছো মিছেই পর
তোমার নাই কি অবসর?
আমায় ভাবছো মিছেই পর
তোমার নাই কি অবসর?
সুখ দুঃখের কথা কিছু
কইলে নাহয় আমারে
বলো, কোথায় তোমার দেশ?
তোমার নেই কি চলার শেষ?

ও নদী রে
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো, কোথায় তোমার দেশ?
তোমার নেই কি চলার শেষ?
ও নদী রে
ও নদী রে
ও নদী রে
    Página 1 / 1

    Letras e título
    Acordes e artista

    resetar configurações
    OK