কত কথা ঝরে ছিলো এই পথে
তবে এত কথা দিয়ে কি হবে?
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারই হয়ে

কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?

আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজও হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখবো ঘুরে!

কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে এই কথা?
কবে এই কথাগুলো গাবো সুরে?
কবে?

কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারও সুরে
    Página 1 / 1

    Letras e título
    Acordes e artista

    resetar configurações
    OK